
দীপককুমার দাসঃ
লুটেরাদের হাত থেকে উদ্ধার করে ফের গড়তে হবে মানুষের পঞ্চায়েত–এই দাবিতে সোচ্চার হয়ে লাল পতাকা নিয়ে বামেরা নামলেন পথে। চোর ধরো, জেল ভরো স্লোগান তুলে মাড়গ্রামে মঙ্গলবার মহামিছিল করলো বামেরা। সিপিআই(এম)র ডাকে মঙ্গলবার এই মহামিছিলে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। দীর্ঘদিন পর এই মিছিল ঘিরে বাম নেতা কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। মিছিল থেকে শুধু লুটের রাজত্ব খতম করা দাবিই নয়, মানুষ গলা ফাটিয়ে লুটের হিসাব বুঝে নেবেন বলে হুঁশিয়ারি দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এছাড়া ও তিনি বলেন কাস্তেটা একটু ভোঁতা হয়ে গেছে, শান দেওয়া দরকার।