সেখ রিয়াজুদ্দিনঃ
দুর্গাপূজা শেষে অর্থাৎ বিজয়াদশমীর পরেই চলে পরস্পর শুভেচ্ছা বিনিময়। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলা জুড়ে ব্লক ভিত্তিক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে বিজয়া সম্মিলন। অনুরূপ মঙ্গলবার খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের আয়োজনে স্থানীয় খয়রাশোল সেচ দপ্তরের মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় দলীয় কর্মীদের নিয়ে। তৃণমুল কংগ্রেসের যুব আইকন অভিষেক ব্যানার্জীর কথা মোতাবেক বসে যাওয়া দলের পুরাতন কর্মীদের সামনের সারিতে বসিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। উত্তরীয়, ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তৃণমুল কংগ্রেসের জেলা নেতৃত্ব।এদিন বিজয়া সম্মিলনীর সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ী বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমুল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জী, রাজ্য তৃণমূল মুখ্য সচেতক দেবু টুডু, তৃণমূল রাজ্য মহিলা নেত্রী অসিমা ধীবর, জেলা নেত্রী আখি অধিকারী, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন প্রত্যেক বক্তার বক্তব্যের মধ্যে আগামী পঞ্চায়েত ভোটের প্রস্তুতির কথা তথা জনসংযোগ বৃদ্ধি ও মানুষের পাশে থাকার বার্তা দেন দলীয় কর্মীদের মধ্যে।