বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সম্মেলন, মহম্মদ বাজারে

সেখ রিয়াজুদ্দিনঃ

জনতার সম্পদ, জনতার অধিকার, জনতার ক্ষমতা এই স্লোগান দিয়ে সাংবিধানিক অধিকার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও সমাজকে সচেতন করার লক্ষ্যে এবং আগামী কর্মসূচি রূপায়ণের জন্য বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ অক্টোবর শনিবার মহম্মদ বাজারের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। এদিন মঞ্চ থেকে রাজ্য জুড়ে নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আন্দোলনে আগামীর রূপরেখা তুলে ধরেন বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম। মহারাষ্ট্র থেকে আগত সমাজকর্মী সুরেশ খেরনার মঞ্চের আন্দোলনকে সর্বভারতীয় ক্ষেত্রে যুক্ত করার আহ্বান জানান। মঞ্চের জেলা সভাপতি রাজকুমার ফুলমালি দলিত অধিকার নিয়ে আন্দোলনের কর্মসূচী তুলে ধরেন। একদিকে অধিকারের লড়াই, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন গণউদ্যোগ বিষয়ক কর্মসূচি সম্পর্কিত আলোচনা ওঠে আসে জেলা সম্মেলনে। এছাড়াও আওয়াজ ওঠে যে–ভারতীয় সংবিধানের অপব্যবহার করছে সরকার। মানুষকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। অ-হিন্দি রাজ্যগুলোর উপর জোর করে হিন্দি অগ্রাশন চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্মেলন উপলক্ষে কোলকাতা শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হবে, তারই প্রস্তুতি হিসেবে জেলা সম্মেলন পর্ব চলছে। এছাড়াও সংগঠনের নীতি আদর্শ লক্ষ্য ও দলীয় কর্মসূচি বিষয়ে একান্ত সাক্ষাৎকারে জানান সংগঠনের রাজ্য সম্পাদিকা মনীষা ব্যানার্জী এবং জেলা সম্পাদক রাজকুমার ফুলমালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *