শম্ভুনাথ সেনঃ
“ভাইফোঁটা” ভালোবাসার উৎসব! ভাই-বোনের চিরন্তন সম্পর্ক উজ্জ্বল হয়ে ওঠে বোনের দেওয়া ভাইয়ের কপালে একটি চন্দনের ফোঁটায়। কোনো মন্ত্র উচ্চারণ নেই, পুরোহিত নেই, দেবতা নেই, শুধুমাত্র আন্তরিকতায় হৃদয়ের সঙ্গে হৃদয় জড়িয়ে যায় এক পবিত্র বন্ধনে। বীরভূমের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের উদ্যোগে আজ ২৭ অক্টোবর গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। কুন্ডলা সত্যানন্দ বয়েজ হোম,পুষ্পরাগ মহিলা হোম জেলার এমন বিভিন্ন হোম থেকে দুঃস্থ, অনাথ, অসহায়, অবহেলিত তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত শিশু, কিশোর-কিশোরীদের নিয়ে আজ অনুষ্ঠিত হয় গণভাইফোঁটা। এই আশ্রমে গণভাইফোঁটার এই অনুষ্ঠান ২০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এবার এই ভাইফোঁটা উৎসবে অন্তত ১৫০ জন আবাসিক অংশগ্রহণ করে। একথা জানিয়েছেন মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সভাপতি স্বামী সারদাত্মানন্দ মহারাজ। গণভাইফোঁটার পর এদিন আশ্রম অঙ্গনে পংক্তিভোজনের আয়োজন করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পীকার ড. আশীষ ব্যানার্জি, তারাপীঠ রামকৃষ্ণ মহামন্ডলের অধ্যক্ষ স্বামী হংসানন্দ, সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী ধ্রুবানন্দ সহ আশ্রমের মহারাজরা।