সেখ ওলি মহম্মদঃ
সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই রাজ্য সরকারের পক্ষ থেকে এবারের দুয়ারে সরকার কর্মসূচি সাজিয়ে তোলা হয়েছে। পঞ্চমবারের দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে এবার। গতকাল ১ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে বিভিন্ন জেলায় জেলায়। মোট ২৭ দফা প্রকল্প এবারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সরাসরি সুবিধা পাবেন উপভোক্তারা। এবার দুয়ারে সরকারে আরও বেশি সংখ্যক পরিষেবা দিতে চলেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। প্রত্যন্ত এলাকার মানুষের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবারের ক্যাম্পে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় দুয়ারে সরকার ক্যাম্পে বসে দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনে। এদিন উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। আজ এই ক্যাম্পে তিনি সরেজমিনে তদারকি করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার বনমালী ঘোষ, মানিক মুখার্জি সহ পৌরসভার কর্মীরা।