অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল গ্রেপ্তার, মহম্মদ বাজার থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মন্ডল ওরফে নিজামুদ্দিন মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত’র গ্রেফতারের পরেই তার ঘনিষ্ঠ বলে পরিচিত জেলার বেশ কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিযান চালান। সেই মুহুর্তে টুলু মন্ডলের পাথর ক্রাসার, পেট্রোল পাম্প সহ বিভিন্ন স্থানে হানা দেয়। গত শুক্রবার অনুব্রত ঘনিষ্ঠ এবং গরু পাচার মামলা সংক্রান্ত সহ পাথর ব্যবসায়ী হিসেবে টুলু মন্ডলকে দিল্লিতে ইডির দপ্তরে ডেকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে পরবর্তীতে আবার ডাকা হবে এবং ইডি কে সহযোগিতা করার জন্য আগাম জানান দেওয়া হয়। ইডির দপ্তর থেকে বেরিয়ে আসার ৩৬ ঘন্টার মধ্যে নিজের ব্যবসায়ী এলাকায় মহম্মদ বাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্রের খবর, একটি অশান্তির তথা খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে টুলু মন্ডলকে। মহম্মদ বাজার থানা এলাকার বাসিন্দা টুলু ওরফে নিজামুদ্দিন মণ্ডল। তাঁর পেট্রল পাম্প, পাথরখাদান-সহ একাধিক ব্যবসা রয়েছে। তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই তাঁকে জানতেন স্থানীয়রা। কেষ্টর গ্রেপ্তারির পর স্বাভাবিকভাবেই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের নজর পড়েছিল টুলুর দিকে। পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগে মহম্মদবাজারের তড়িচা গ্রামে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল টুলু মণ্ডলের। সেই ঘটনায় আহত একজনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি। রবিবার টুলু মন্ডলকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *