নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
প্রতিবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চ এবং আমরা সবুজ নাট্যদলের যৌথ উদ্যোগে ৬ নভেম্বর রবিবার বৈকাল ৪ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত শান্তিনিকেতন নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে একটি বর্ণাঢ্য নাট্যসন্ধ্যা অনুষ্ঠিত হলো। নাট্য সমালোচক মুকুল সিদ্দিকী ও বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ চক্রবর্তী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘোষণা করেন। গান পরিবেশন করেন ‘পথসেনা’ নাট্যদলের কণ্ঠশিল্পী অতনু মজুমদার। বাদল সরকার রচিত দুটি নাটক ‘ভুল রাস্তা’ ও ‘ভোমা’ সহজযান নাট্যদল ও বহুবিখ্যাত শতাব্দী নাট্যদল অভিনয় করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সুমিত বিশ্বাস, ডাক্তার সৌমিত্র সামন্ত, অধ্যাপক ডক্টর মিলনকান্তি বিশ্বাস, নাট্যগবেষক কাজী আবু জুম্মানসহ দেড় শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।