বিপিন পালঃ
কন্যা সন্তান অমূল্য তাদের রক্ষা করুন, মেয়ে নেই তো মা নেই, মা নেই তো জীবন নেই, বেটি বাঁচাও বেটি পড়াও। বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো খয়রাশোল ব্লকের লোকপুর থানার নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেের আয়োজনে শিশু দিবসের প্রাক্কালে কন্যা ভ্রুণ হত্যা বিষয়ক একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। কন্যা ভ্রুণ হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।তাছাড়াও ভ্রুণ হত্যায় মায়েদের যে সমস্ত শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হয় সে বিষয়ে উপস্থিত ডাক্তারবাবুরা ও বিশিষ্টজনেরা বিষদে আলোচনা করেন। অন্যদিকে আজকের সনাক্তকরণ শিবিরে ০-১৮ বছর বয়স পর্য্যন্ত ছেলে এবং মেয়েদের শারীরিক প্রতিবন্ধকতা পরীক্ষা করা হলো। পরবর্তীতে কাগজপত্র জেলাতে পাঠানো হবে এবং জেলা স্বাস্থ্য দফতর সঠিক সময়ে সার্টিফিকেট প্রদান করবেন।আজকের শিবিরে ছেলে এবং মেয়েদের প্রতিবন্ধী হিসাবে সনাক্তকরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন খয়রাশোল বিডিও পৃথ্বীশ দাস, বিশিষ্ট সমাজসেবী শিক্ষক দেবব্রত সাহা, নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডঃ সব্যসাচী রায়, আরবিএসকে এম MO ডঃ উৎপল রক্ষিত, ডঃ গৌতম মন্ডল, সিনিয়র পি এইচ এন পথিকা মন্ডল, পি এইচ এন মমতা ঘোষ, ব্লক এ্যাকাউন্টস ম্যানেজার মিলন মন্ডল, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুমন চ্যাটার্জী, ডাটা এন্ট্রি ওপারেটর দুর্গাপ্রসাদ চক্রবর্তী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, ব্লক জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখার্জী সহ বিশিষ্টজনেরা ও অন্যান্যরা। উল্লেখ থাকে স্কুলের ছাত্রছাত্রদের নিয়ে একটি মনোজ্ঞ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।