দীপককুমার দাসঃ
আজ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আগেয়াস্ত্র নিয়ে চার দুস্কৃতির দল আচমকা হানা দেয় একটি মুদিখানার দোকানে। ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার আঙ্গারগড়িয়া মোড়ে। আঙ্গারগরিয়া গ্রাম থেকে পুরাতন গ্রাম যাওয়ার রাস্তায় আঙ্গারগড়িয়া মোড়ে থাকা জয় বাবা সন্ন্যাসী ভান্ডার নামে একটি মুদির দোকানের মালিক সাধন মন্ডলের উপর আগেয়াস্ত্র নিয়ে আচমকা চড়াও হয় চার দুস্কৃতি। সেই দুষ্কৃতীরা হানা দিয়েই দোকানের মালিক সাধন ভান্ডারীর বুকে পিস্তল ঠেকিয়ে দোকানের ক্যাশবাক্সে থাকা টাকা পয়সা তাদের হাতে তুলে দিতে বলে। টাকা দিতে না চাইলে মারধোর করে দোকান মালিককে। দোকানের মালিক হতভঙ্গ হয়ে তড়িঘড়ি দোকানে থাকা সমস্ত নগদ টাকা তুলে দেন। এছাড়াও ওই দোকানের মালিকের গায়ে থাকা সোনার আংটি সহ বেশ কিছু সোনার অলংকার ও দুটি মোবাইল নিয়ে নেয়। অন্যদিকে যাওয়ার সময় দোকানে থাকা কাজু কিসমিস ইত্যাদি তুলে নিয়ে যায়। টাকা গোনার মেশিন আছড়ে ভেঙে দেয়। অন্যদিকে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং ওই দুষ্কৃতিদের পিছন ধাওয়া করেন। দুষ্কৃতীদের পিছন ধাওয়া করার পর রানীপুর গ্রামের কাছে দুজন দুষ্কৃতিকে মহম্মদবাজার থানার পুলিশ ধরে ফেলে। দোকান থেকে এদিন মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা লুট হয়। এর পাশাপাশি সোনার আংটি, দুটি মোবাইল লুট হয়। মুদির দোকানের মালিক সাধন মন্ডল বলেন,আচমকা চারজন দুস্কৃতি পিস্তল নিয়ে দোকানে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ঢুকে পড়ে ক্যাশবাক্সের টাকা দিতে বলে। না দিতে চাইলে মারধোর শুরু করে। প্রাণভয়ে টাকা দিতে বাধ্য হই।ঘটনার পর মহঃ বাজার থানার তৎপরতাই ধরা পড়ে দুস্কৃতি দলের দুজন।