শম্ভুনাথ সেনঃ
তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে সরকারের বিবেক জাগ্রত করার লক্ষ্যে আজ ১৯ নভেম্বর “ভারতীয় জনতা যুব মোর্চা” সিউড়ি শহর মন্ডলের পক্ষ থেকে ১০০ টি পোস্টকার্ড লিখে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। যুব মোর্চার সদস্যরা একটি মিছিল নিয়ে প্রথমে সিউড়ি শহর পরিক্রমা করে। পরে বড় ডাকঘরে সেই পোস্টকার্ডগুলি – ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা – ২৬ মুখ্যমন্ত্রীর এই ঠিকানায় পোস্ট করে। এমন অভিনব প্রতিবাদে নেতৃত্ব দেন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি জানান সারা বাংলার মানুষের কাছে বার্তা দিতে এমন খোলা চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ পাঠানো হলো। পত্রে লেখা হয়েছে “চোরকে চোর বলতে শিখুন, চোর বলার সৎ সাহস রাখুন”!
এমন প্রতিবাদের প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন পোস্ট কার্ড লিখে প্রতিবাদ জানিয়ে কিছু হবে না। বিজেপি বিধায়ককে নিজের এলাকায় উন্নয়নের চেষ্টা ও বুথ লেভেলে কাজ কর্ম করার পরামর্শ দেন তিনি।