মেহের সেখঃ
দিশারী সাংস্কৃতিক চক্র এবং লাভপুর অতুলশিব ক্লাবের যৌথ উদ্যোগে লাভপুর অতুলশিব মঞ্চে ২০ নভেম্বর রবিবার বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত “তারাশঙ্করকথা” শীর্ষক আলোচনা সভায় “তারাশঙ্কর সাহিত্যে শিক্ষক ও শিক্ষা” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন বোলপুর পূর্ণিদেবী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ ফাল্গুনী ভট্টাচার্য্য। অনুষ্ঠানে দিশারী সাংস্কৃতিক চক্রের কর্ণধার পার্থপ্রদীপ সিংহের লেখা “প্রশ্নোত্তরে তারাশঙ্কর” বইটি প্রকাশিত হয়। এছাড়াও অর্চিষ্মান গুপ্ত এবং সৈয়দ আবসার হোসেনের কন্ঠে তারাশঙ্করের গান পরিবেশিত হয়। গল্পপাঠ করেন ড. অভিষেক ঘোষ। ইরসাদ সেখ বাঁশি বাজিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাশঙ্করের ভাতুস্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, নাট্যকার ও অভিনেতা মহাদেব দত্ত, সাহিত্য কর্মী সুনীল পাল, চন্দ্রশেখর ভট্টাচার্য, চিত্তরঞ্জন ঘোষ, সালাম সেখ প্রমুখ।