সেখ ওলি মহম্মদঃ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার প্রকাশ্যে এল বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। ২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত পদুমা পঞ্চায়েতের বসহরি গ্রামের বাসিন্দা তথা পদুমা পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সহ সভাপতি বিপদ ভাঁড়ারীকে মারধর করে পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন গড়াইয়ের কর্মী সমর্থকরা বলে জানান আহত বিপদ ভাঁড়ারী। তাঁকে আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থার অবনতি হলে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী। বসহরি গ্রাম থেকে তরুণ গড়াইয়ের দু’জন অনুগামী সুজিত পাল ও প্রহ্লাদ পালকে গ্রেপ্তার করা করেছে দুবরাজপুর থানার পুলিশ। যদিওবা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তরুন গড়াই সহ বেশ কয়েকজনের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বিপদ ভাঁড়ারী প্রাক্তন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল মণ্ডলের অনুগামী বলেই তাঁর ওপর আক্রমণ করে বর্তমান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন গড়াইয়ের কর্মী সমর্থকরা বলে জানান বিপদ ভাঁড়ারী। ধৃত দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। তাঁদের বিরূদ্ধে খুনের মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশকে আগামী ২৯ নভেম্বর আদালতে কেস ডায়েরী জমা দিতে বলেন এবং আগামী ১ ডিসেম্বর ধৃতদের দুবরাজপুর আদালতে পেশ করার নির্দেশ দেন।