শম্ভুনাথ সেন ও সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে আগামী ৬ ডিসেম্বর বার্ষিক অনুষ্ঠানের দিন ধার্য হয়েছে। কিন্তু তার আগেই রয়েছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা। উল্লেখ্য, এবার অফলাইনে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি প্রয়োজন। পরীক্ষা শেষ হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। কিন্তু তার আগেই ৬ ডিসেম্বর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানানো হয়। তাই পরীক্ষার শেষে এই অনুষ্ঠান করার দাবিতে আজ ২২ নভেম্বর কলেজের গেটে তালা বন্ধ করে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে বিক্ষোভ দেখায়। এই মর্মে কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র জমা দেওয়া হয়েছে বলে জানান তৃতীয় সেমিস্টারের এক ছাত্র শেখ আবদুল্লাহ। কি সিদ্ধান্ত নেওয়া হবে এই প্রশ্নে কলেজের অধ্যক্ষ ড. তপনকুমার পরিচ্ছা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি পাঠানো হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় যাতে অসুবিধা না হয় সেদিকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা হবে। এই ছাত্র ইউনিয়ন সব সময় পড়ুয়াদের পাশে আছে, থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।