ক্রেতা সেজে বাইক চুরির পাণ্ডাকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ

সেখ ওলি মহম্মদঃ

ক্রেতা সেজে বাইক চুরি চক্রের পান্ডাকে হাতেনাতে পাকড়াও করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মনিমোহন দাস, বাড়ি দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালবাজারে। বেশ কিছুদিন ধরে এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছিল। বাইক চুরি চক্রের হদিশ পেতে গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছিল দুবরাজপুর থানার পুলিশ। তাই ২৬ নভেম্বর রাত্রে বাইক বিক্রির খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ক্রেতা সেজে পাকড়াও করলো বাইক চুরির পাণ্ডা মনিমোহন দাসকে। উল্লেখ্য, বাইক বিক্রির খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ক্রেতা সেজে মোবাইল ফোনে কথা বলে মনিমোহন দাসের সাথে। পুলিশ ঐ গাড়িটির দাম জিজ্ঞাসা করলে ১২ হাজার টাকা দাম বলে মনিমোহন দাস। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই গাড়ির দাম ৯ হাজার টাকা বলা হয়। কিন্তু মনিমোহন শেষমেশ ৮ হাজার টাকায় রাজি হয়ে যায় এবং টাকা নিয়ে আসতে বলে পুলিশকে। ঐ বাইকের দাম দর ঠিক হওয়ার পর বাইক হস্তান্তর করার জন্য ডাকা হয় তরুলিয়া মোড়ে। সেখানেই দুবরাজপুর থানার পুলিশ এসে মোটর বাইক সহ তাকে গ্ৰেপ্তার করে। মনিমোহনকে জিজ্ঞেসাবাদ করার পর তাঁর কাছ থেকে মোট ৮ টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। আগেও ধৃতের কাছ থেকে বহু মোটর বাইক উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। আজ দুবরাজপুর আদালতে ধৃতকে পেশ করা হয়। দুবরাজপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে আদালতের কাছে ৫ দিনের পুলিশী হেফাজত চাইলে দুবরাজপুর আদালতের বিচারক ধৃতের জামিন খারিজ করে তদন্তের স্বার্থে ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *