আইনি জটিলতা কাটিয়ে আবারও শুরু হল দুয়ারে রেশন

সেখ ওলি মহম্মদঃ

আবারও রাজ্যে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প। কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের এই প্রকল্প চালাতে আর কোনও আইনি বাধা থাকল না। এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ‘দুয়ারে রেশন’ প্রকল্প খাদ্যের অধিকার আইনের পরিপন্থী, তাই বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অবশেষে এই মামলায় স্বস্তি পেল রাজ্য। উল্লেখ্য, ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে দুয়ারে রেশন প্রকল্পের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এদিন সমস্ত গ্রাহকদের দুয়ারে এসে রেশন সামগ্রী দেওয়া হয়। দীপক বাগদী জানান, দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে যাওয়াতে আমাদের রেশন দোকানে গিয়ে রেশন সামগ্রী নিতে হত। কিন্তু সুপ্রীম কোর্টের নির্দেশে পুনরায় দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ায় আমরা খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *