
দীপককুমার দাসঃ
উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করতে চলেছে বাংলা। আগামী ১৩-১৬ ডিসেম্বর ইডেন গার্ডেন্সে ম্যাচ। আর পরের ম্যাচ ২০-২৩ ডিসেম্বর হিমাচল প্রদেশের বিরুদ্ধে। এই দুটি ম্যাচের জন্য বাংলা দল ঘোষিত হয়েছে। তাতে ১৮ জনের দলে সুযোগ পেয়েছেন বীরভূমের রামপুরহাটের সুমন্ত গুপ্ত। অধিনায়ক রাখা হয়েছে অভিমূণ্য ঈশ্বরণকেই। দলে রয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা বাংলা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মনোজ তেওয়ারি। আছে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার। উইকেট রক্ষক হিসেবে দলে রাখা হয়েছে অভিষেক পোড়েলকে। এই দলে নবাগত সুমন্ত গুপ্ত। আগামী দুটি ম্যাচে প্রথম একাদশে সুমন্ত গুপ্ত সুযোগ পায় কিনা সেদিকেই নজর বীরভূমবাসীর।
