
সেখ রিয়াজুদ্দিনঃ
কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্তনীতির ফলেই দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। তারই প্রতিবাদ জানিয়ে খয়রাসোল ব্লক তৃণমুল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বুধবার। পাশাপাশি সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়। এছাড়া একশ দিনের কাজ নিয়ে জনগণকে বিজেপি বিভ্রান্ত করছে বলে তারও প্রতিবাদ করা হয় মিছিলের মাধ্যমে। এদিন তৃণমুল কংগ্রেসের খয়রাশোল দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এরপর ব্লক চত্বর ময়দানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, তৃণমূল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী সহ তৃণমূল নেতা আব্দুর রহমান মৃণাল কান্তি ঘোষ, শেখ জয়নাল, কাঞ্চন দে, পার্থসারথী মন্ডল, শ্যামল গায়েন সহ, খয়রাশোল ব্লকের দশটি অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতিগণসহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।
