মেহের সেখঃ
‘ময়ূরাক্ষী বীরভূম’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বোলপুর শ্রীনিকেতনের মোলডাঙ্গা গ্রামের পঞ্চাশ বছরের পুরোনো বিনাপাণি আশ্রমে আশ্রমের ৬৫ জন বাচ্চাকে শীতের পোশাক দেওয়া হয় সঙ্গে কিছু খাবারও দেওয়া হয়। আশ্রমটি শুধু মেয়েদের জন্য। পড়াশোনার সাথে সাথে এখানে মেয়েদের সমস্ত রকম শিক্ষা দেওয়া হয়। ৮০ বছর বয়সী মঞ্জুশ্রী সোরেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা। এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরাক্ষী বীরভূমের সদস্যা মানসী চ্যাটার্জী, শ্রেয়সী রায়, রিতা মন্ডল, সর্বানী রায়, ইন্দ্রাণী চন্দ্র, পাতা দলুই, সমাপ্তি সাহা, রমা পাল, বৃন্দা দাস, সোমা দত্ত, পায়েল দাস প্রমুখ ময়ূরাক্ষী বীরভূমের সদস্যা গন। ময়ূরাক্ষী বীরভূমের সভাপতি ডাক্তার সুকুমার জানা এবং সম্পাদিকা বিদিশা ঘোষ জানান– “কলকাতা, বোলপুর, আমদপুর, সিউড়ি, লাভপুর, রামপুরহাট …সমস্ত জায়গা থেকে আমরা সদস্যরা একসাথে হয়ে বেশ কিছুটা সময় এখানে আশ্রমের মেয়েদের সাথে কাটালাম। বাচ্চারা নতুন পোশাক পরে খুব খুশি হয়েছে। ময়ূরাক্ষী বীরভূমের এই উদ্যোগে বাচ্চারা আনন্দ পেয়েছে এটাই আমাদের সব থেকে বড় পাওনা।