শম্ভুনাথ সেনঃ
বিজ্ঞান সংস্কৃতি গড়ে তোলা এবং বিজ্ঞান চেতনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগ ও ভাবনায় আজ থেকে ৩ দিনের “বিজ্ঞান মেলা” অনুষ্ঠিত হচ্ছে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের মাজিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। এলাকার মানুষ ও স্থানীয় স্কুল পড়ুয়াদের প্লেকার্ড হাতে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে আজ ২৩ ডিসেম্বর মেলার সূচনা হয়। কুসংস্কার বিরোধী নাটক, অঙ্কন প্রতিযোগিতা, কুসংস্কারের আড়ালে বিজ্ঞান নামক প্রদর্শনী, সাপ নিয়ে সচেতনতা শিবির এমন নানা অনুষ্ঠান হবে এই ৩ দিনের বিজ্ঞান মেলায়। মাজিগ্রাম, খামারতোড়া ও গুনুটিয়া গ্রামের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষের পরামর্শ ও সহায়তায় এই “বিজ্ঞান মেলা” অনুষ্ঠিত হচ্ছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন বিজ্ঞান শিক্ষক শুভাশিস গড়াই। মেলার মূল স্লোগান রাখা হয়েছে—“বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গ্রাম পরিচালনার লক্ষ্যে এগিয়ে চলো!” এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান সাধক ড.অরণি চক্রবর্তী। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন ড.অরুনাভ মিত্র, চিকিৎসক কাজল চ্যাটার্জী, বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি মনিরুদ্দীন চৌধুরী প্রমুখ। স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে এই মেলায় অংশগ্রহণ করে।