বিপিন পালঃ
সরকারি করোনাবিধি মেনে বিগত করোনাকালে জয়দেবে মেলায় আশ্রম বসেনি। এখনও পর্য্যন্ত সরকারি করোনাবিধি শিথিল থাকায় আশ্রম কমিটির তরফে আশায় বুক বাঁধছেন এ বছর জয়দেব মেলায় আশ্রম বসবে। আগত জয়দেব মেলা উপলক্ষে বীরভূম জেলার জয়দেব কেন্দুলিতে আজ শুক্রবার জয়দেবের ভক্তি ভবনে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। জয়দেব কেন্দুলির মেলায় যে সমস্ত নিয়মবিধি মেনে চলতে হবে সেগুলি আশ্রমগুলির সদস্য সদস্যাদের অবগত করা হলো। তাছাড়াও সরকারিভাবে বিদ্যুৎ, শৌচালয়, রাস্তা সহ অন্যান্য সরকারি সাহায্যগুলিও আজকের সভায় উপস্থিত সকলকে অবগত করা হলো। উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সহ সভাপতি তথা পশ্চিমবর্ধমান জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ চুমকি মুখার্জী, শ্যামল ব্রহ্মচারী, সহ অন্যান্যরা ছাড়াও কার্যকরী সভাপতি আপু লায়েক, সম্পাদক জহরলাল ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় মাজি সহ অন্যান্য পদাধিকারীরা ও আশ্রম কমিটির সদস্য সদস্যারা। অনুষ্ঠান শুরু আগে প্রদীপ প্রজ্বলন ও মঞ্চে উপস্থিত সকলকে বরণ করা হয়। জয়দেব কেন্দুলির মেলায় প্রায় ৩০০ টি আশ্রম বসে। সকল আশ্রমেই জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে আগত সকল পূন্যার্থীদের জন্য প্রসাদ সেবার ব্যবস্থা থাকে। মেলায় হাজির হয় হাজার হাজার লীলাকীর্তন গায়ক গায়িকারা, বাউল শিল্পীরা ও লক্ষ লক্ষ পূন্যার্থীরা।