বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সিউড়ি শাখায় সিবিআই হানা

সেখ রিয়াজুদ্দিনঃ

গরু পাচার মামলার জেরে ইতিপূর্বে সিবিআই বীরভূমের বোলপুর এলাকায় বেশ কয়েকটি ব্যাঙ্কের শাখায় হানা দেয় বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহের জন্য। অনুরূপ আজ বৃহস্পতিবার সিবিআই এর তিন আধিকারিক বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সিউড়ি শাখায় হানা দেয়। ব্যাঙ্কের সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে থাকেন। এমনকি তাদের সঙ্গে থাকা নথিপত্র দেখে ও বিভিন্ন তথ্যের সন্ধানে তদন্ত শুরু করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সহযোগিতা না করলে ব্যাঙ্কের লেনদেন বন্ধ করা হবে বলে সতর্ক করলেন সিবিআই আধিকারিকরা। এই ব্যাংকে প্রচুর বেনামী একাউন্ট রয়েছে। প্রায় ৫০ টি এই একাউন্ট গুলোর সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে খবর। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। প্রায় ১০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বেনামী এই অ্যাকাউন্ট গুলি থেকে এরকম খবর পাওয়া গেছে। সূত্র মারফত জানা গিয়েছে এই অ্যাকাউন্ট গুলির সঙ্গে রাজ্য খাদ্য দফতরে যোগসূত্র রয়েছে। গরু পাচারের কালো টাকা সাদা করার জন্য খাদ্য দফতরকেও ব্যাবহার করা হয়েছে। গরীব মানুষদের কাছ থেকে অল্প দামে নগদে ধান কিনে, সেটা চালকল গুলিতে চাল করে রাজ্য খাদ্য দফতরের কাছে বিক্রি করা হয়েছে এরকম তথ্য উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *