
মেহের সেখঃ
লাভপুরের মহুগ্রামে এবং সাহা পাড়ায় ধীবর সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রতি বছর আজকের দিনে মাছ ধরার জাল পুজো করার চল রয়েছে। কয়েক শো বছরের পুরোনো এই জাল পুজো। এই জাল পুজো উপলক্ষে ছাগ বলি দেওয়ার চল রয়েছে। জাল পুজো অন্ত্যজ শ্রেণির পুজো হলেও ব্রাহ্মণ দিয়ে পুজো হয়। মহুগ্রামের বাসিন্দা নাগর ধীবর, হরি ধীবর, ডাগর ধীবর, ফড়িং ধীবর ও মানিক ধীবররা জানিয়েছেন — সারা বছর নির্বিঘ্নে মাছ ধরার জন্য বছরের একটি বিশেষ দিনে তারা এই জাল পুজো করে থাকেন।