বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পড়ুয়াদের

সন্তোষ পালঃ

দুটি বছর করোনা আবহের পর গত বছর ফেব্রুয়ারী মাস থেকে সমস্ত বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়েছে। ২০২৩ এর শিক্ষাবর্ষে বিভিন্ন চক্রের বিদ্যালয় গুলিতে চলছে ক্রীড়া প্রতিযোগিতা। দুবরাজপুর ব্লকের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে আজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলা আয়োজিত হলো সারদা ফুটবল ময়দানে। প্রতিযোগিতার সূচনা লগ্নে বিদ্যালয়ের সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশীষ চট্টরাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মিনি সাহা, সারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্ডীদাস দত্ত, সুধীর চ্যাটার্জীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। দুই ক্রীড়া শিক্ষক প্রদ্যুৎ কুমার রায় ও রামকৃষ্ণ চক্রবর্তী খেলা পরিচালনার মূল দায়িত্বে ছিলেন। এছাড়াও অন্যান্য শিক্ষকগণ তাদের সাহায্য করেন। বিভিন্ন ইভেন্টে শতাধিক ছাত্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি কুখুটিয়া উচ্চ বিদ্যালয়েও আজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উভয় স্কুলে পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *