পুলিশ হেফাজতে থাকা বাইক চোরকে জিজ্ঞাসাবাদ করে আরো ৩ টি বাইক সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করল লোকপুর থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ২০ জানুয়ারি রাতে লোকপুর থানার ওসি সন্তোষ ভকতের নেতৃত্বে স্থানীয় থানার জাহিদপুর জঙ্গল থেকে দুটি চোরাই বাইক সহ প্রসেনজিৎ গোপ নামে ঝাড়খন্ডের মুড়াবেড়িয়া গ্রামের এক বাইক চোরকে গ্রেফতার করে লোকপুর থানার পুলিশ। ধৃতকে আদালতে পেশ করার পর আদালতের নির্দেশে পুলিশ নিজ হেফাজতে নেয়। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীকে লোকপুর থানার পুলিশ ২৪ জানুয়ারী রাত্রে স্থানীয় থানার শিবপুর গ্রাম থেকে গ্রেফতার করে। ধৃত এই ব্যক্তির নাম মদনমোহন মন্ডল। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে ৩ টি চোরাই বাইক উদ্ধার করে। পুলিশ জানতে পারে মদনমোহন মন্ডল বাইক চোর প্রসেনজিৎ গোপের কাছ থেকে ওই বাইকগুলো কিনেছিল। পুলিশ ধৃত মদনমোহন মন্ডলকে বুধবার দুবরাজপুর আদালতে পেশ করার উদ্দেশ্যে লোকপুর থানা থেকে দুবরাজপুর আদালতে পাঠান। একই সাথে পুলিশি হেফাজতের থাকা প্রসেনজিত গোপকে পুনরায় আদালতে পেশ করার উদ্দেশ্যে দুবরাজপুর আদালতে পাঠানো হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। উল্লেখ্য লোকপুর থানার পুলিশ দু’দফায় দুজনকে গ্রেফতার করে মোট পাঁচটি চোরাইবাইক উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *