দীপককুমার দাসঃ
সিউড়ি কালিগতি স্মৃতি নারী শিক্ষানিকেতনের সরস্বতী পূজার মন্ডপ জুড়ে অগ্নিযুগের বীরাঙ্গনারা। এবারে তাদের পুজোর থিম-বিপ্লবে দূর্বার নারী। মন্ডপের প্রবেশপথের দুধারে আলপনা আঁকা মাটির হাঁড়ি। ভিতরে ঢুকতেই চোখে পড়ছে স্বাধীনতা আন্দোলনে নিজেদের নিবেদিত করা অগ্নিযুগের নারীদের ছবি। ভগিনী নিবেদিতা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রাণী লক্ষীবাঈ এর পাশাপাশি মন্ডপে স্থান দেওয়া হয়েছে ঊষা মেহতা, কল্পনা দত্ত, হংসা মেহতা সহ বারোজন দূর্বার নারীকে। তেরঙা কাগজের কাজে সাজানো অন্দরসজ্জা। সরস্বতীর চারদিকে ভারতের জাতীয় পতাকা রঙের কাপড়ের নানা সজ্জা। একাদশ শ্রেণীর ছাত্রীরা ও নবম শ্রেণীর ছাত্রীরা মূলতঃ রয়েছে এই পুজোর দ্বায়িত্বে। একাদশ শ্রেণীর ছাত্রী কথিকা চন্দ্র, অদ্রিজা মিত্র ঠাকুর, মৌপিয়া দাসরা জানায়, এই বছর প্রজাতন্ত্র দিবসের দিন সরস্বতী পূজা, তাই যেসব মহিলা স্বাধীনতা আন্দোলনে নিজেদের নিবেদিত করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবারের এই থিম ভাবনা। যেসব মহিলা স্বাধীনতা সংগ্রামী আছেন যাদের সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা অবগত নন তাদেরকেও তুলে ধরা হয়েছে এই থিমের সজ্জায়।