নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শুভ ৫৫০ তম আবির্ভাব তিথি উৎসব উদযাপন উপলক্ষ্যে বীরভূমের বীরচন্দ্রপুরের নিতাই বাড়িতে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সহচর। তাঁদের দুজনকে একত্রে গৌর-নিতাই বলে অভিহিত করা হয়ে থাকে। উল্লেখ্য, প্রভু নিত্যানন্দ ১৪৭৪ বঙ্গাব্দের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেন। আজ ২৬ জানুয়ারী এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ এই অনুষ্ঠানের শুভসূচনা হয়। মূল অনুষ্ঠান হবে আবির্ভাব তিথি ৩ ফেব্রুয়ারি। জন্মলীলা স্মরণ, নাম সংকীর্তন, হাজার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ সহ এদিন সন্ধ্যায় ৫৫০ টি প্রদীপ জ্বালানো হবে। শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান মহামন্ডলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।