বীরভূমের বাদিত্র সংস্থার একটি অদবদ্য প্রয়াস সিউড়ির রবীন্দ্রসদন মঞ্চে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বাদিত্র সংস্থার প্রয়াস তন্ত্রীবাদ্যের অনুরণন, আনদ্ধ বাদ্যের বোল, ঘন বাদ্যের ছন্দ আর ঐক্যসুরের আনন্দধারা বর্ষিত “ধুন” দ্বিতীয় বর্ষ উদযাপিত হলো বীরভূমের সিউড়ি রবীন্দ্রসদন মঞ্চে। দীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র এবং সেইসব শিল্পীদের ধরে রাখার প্রয়াস নিয়ে মূলত এই অনুষ্ঠান বল জানিয়েছেন সংস্থার কর্ণধার নিবেদিতা লাহিড়ী। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন জেলার বিভিন্ন প্রথিতযশা শিল্পীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সামঞ্জস্য রেখে বিভিন্ন বাদ্যযন্ত্রের পরিবেশনের সাথে ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম যন্ত্র “পাখোয়াজ”এ এক বাদন পরিবেশন করেন শিল্পী অচিন্ত্যকুমার ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন প্রথিতযশা শিল্পীদের অনুষ্ঠানে সমৃদ্ধ হয় শোতাদর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *