সেখ রিয়াজুদ্দিনঃ
২৯ জানুয়ারী বিজেপির খয়রাশোল বি মন্ডলের সভাপতি রথিলাল সিংহকে পুলিশ অন্যায় ভাবে হেনস্থা করে এই অভিযোগে খয়রাশোল ব্লকের বিজেপি নেতাকর্মীরা বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচড়া বাসষ্ট্যান্ডে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে পথ অবরুদ্ধ হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা রাত্রের দিকে এই বিক্ষোভে সামিল হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহা, টুটুন নন্দী সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় বিজেপির খয়রাশোল বি মণ্ডলের সভাপতি তথা যাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই রথিলাল সিংহ এ বিষয়ে বিস্তারিত জানালেন এক সাক্ষাতকারে। খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন বন্দোপাধ্যায় ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করলে বিক্ষোভ এবং পথ অবরোধ তুলে নেওয়া হয়। এবিষয়ে বিধায়ক অনুপ সাহা এক সাক্ষাৎকারে বলেন খয়রাশোল থানার ওসি ঘটনাস্থলে এসে আমাদের আশ্বস্ত করেন যে, আগামী কাল জেলা সফরে মুখ্যমন্ত্রী আসছেন তিনি চলে যাওয়ার পর ঝামেলার সূত্রপাত কি নিয়ে, তা উভয়কেই নিয়ে একত্রে বসে মিমাংসা করা হবে বলে আশ্বস্ত করলে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অবরোধ তুলে নেওয়া হয়।