প্রভাত জ্যোতির্ময়ী মিলন মেলা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সবুজ ঘেরা মনোরম আশ্রমিক পরিবেশে, ভরসা ও বিশ্বাসের মেলবন্ধনে শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে গড়ে উঠল প্রভাত জ্যোতির্ময়ী জ্ঞানপীঠ-অত্যাধুনিক বাংলা মাধ্যম স্কুল। প্রাক্ প্রাথমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে এই জ্ঞানপীঠে ।বীরভূম জেলায় এই ধরনের ব্যতিক্রমী ভাবনার স্কুলের উদ্বোধন উপলক্ষে কলেজে একটি মিলন মেলার আয়োজন করা হয়। প্রভাত জ্যোতির্ময়ী মিলন মেলা। এই মিলন মেলা চলবে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার প্রধান আকর্ষণ থাকছে কলেজের ছাত্র-ছাত্রীদের হাতের তৈরি সামগ্রী, নিরামিষ খাদ্য সম্ভার, প্রদর্শনীস্টল, খোয়াই হাটের বিভিন্ন আকর্ষণীয় পোশাক ও হাতে তৈরি জিনিসপত্র, ভেষজ ও আয়ুর্বেদিক দুর্লভ গাছ ও ঔষধের স্টল, সেই সঙ্গে নানা সংস্কৃতিক অনুষ্ঠান। মিলন মেলার এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, অনুবাদক, বাংলা একাডেমী ও সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক পুষ্পিত মুখোপাধ্যায়, রাঢ় গবেষক ও সাহিত্যিক, ব্যতিক্রমী বীরভূমি ভাবনার মানুষ ডঃ আদিত্য মুখোপাধ্যায়, বিশিষ্ট ছড়াকার ও কবি আশীষ কুমার মুখোপাধ্যায়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ কল্যাণ ভট্টাচার্য প্রমুখ। কলেজের কর্ণধার শ্রী লছমন মুখোপাধ্যায় এবং অধ্যক্ষ শ্রী অমিয়োতোষ ঘোষ মহাশয়ের আন্তরিকতায় বিশিষ্টজনদের দ্বারা উদ্বোধনী পর্বে আদর্শ গ্রামের একটি মডেলের ফিতে কেটে উদ্বোধন করে মেলার শুভ উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও আবৃত্তিকার শ্রী বরুন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *