“শিক্ষা অর্জনের সাথে সাথে খেলাধুলার মধ্যে দিয়ে প্রকৃত মানুষ হয়ে উঠবে”- বীরভূম জেলা মাদ্রাসা ক্রীড়াঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত একেএম ফারহাদ

সেখ রিয়াজুদ্দিনঃ

“খেলায় গড়ে দেহমন, তাই খেলার প্রয়োজন”- সেই কথাকে সামনে রেখে বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুরূপ বীরভূম জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির পরিচালনায় ১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যাপীঠ এর মাঠে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আদেশানুসারে বীরভূম জেলা মাদ্রাসা অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হয় বলে পরিচালন কমিটি সূত্রে জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য এ কে এম ফরহাদ। জেলার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা এবং এমএসকে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এদিনের খেলায় অংশগ্রহণ করে৷ জাতীয় পতাকা উত্তোলন, মার্চপার্ট এর মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। উপস্থিত অতিথিগন পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি শরীরচর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্য এই জাতীয় খেলা প্রতিনিয়ত হওয়া বাঞ্ছনীয়। শিক্ষা অর্জনের সাথে সাথে খেলাধুলার মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠবে। জেলা স্তরের খেলা থেকে আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এটাই কাম্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য একেএম ফারহাদ, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, ডিএসপি ট্রাফিক রামপুরহাট আক্তার আলি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক, বোলপুর পৌর সভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক চন্দ্রশেখর জাওলিয়া, সহকারী বিদ্যালয় পরিদর্শক দেবযানী বক্সি, শিক্ষক অর্নব সরকার,উসমান আরিফ,কেতাব উদ্দিন, কওসার আলি, কাজল সেখ, প্রদীপ মন্ডল সাইফুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *