বীরভূমের ময়ূরেশ্বরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কথাবার্তায় সংযত থাকার পরামর্শ দিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী

শম্ভুনাথ সেনঃ

আজ ময়ুরেশ্বরে মহামিছিল করে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক দিল সিপিআইএম। মিছিলে পা মেলালেন ডি ওয়াই এফ এই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী। আজ জেলার ময়ুরেশ্বরে এই মিছিলের আয়োজন করা হয়। পরে কোটাসুরে একটি পথসভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলছেন মুন্ডু কেটে নাও। ডিএ দিতে পারব না। সরকারে থেকে দ্বায়িত্বশীল ও চেতনাশীল কথাবার্তা বলা উচিৎ। উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন। উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। উনার কথাবার্তায় সংযত থাকা দরকার। এটা কোনো দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কথাবার্তা? এমন প্রশ্ন জনসমক্ষে তোলেন তিনি। এদিন রাজ্যের পুলিশকে আইন মেনে কাজ করার হুঁশিয়ারি দেন ডি ওয়াই এফ আই নেত্রী। কোটাসুরের পথ সভায় মাইকে বক্তব্য রাখার সময় পুলিশকে উদ্দেশ্য করে মিনাক্ষী বলেন, “আপনারা আইন অনুযায়ী চলেন তো ভালো, নইলে বেআইনীভাবে চললে পুলিশকেও আইন অনুযায়ী শাস্তি পেতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *