মহাপ্রভুর শ্রীচরণ আনয়ন উপলক্ষ্যে শোভাযাত্রা, নাম সংকীর্তন

দীপককুমার দাসঃ

মহঃ বাজার পঞ্চায়েতের খড়িয়া গ্রামবাসীদের উদ্যোগে আজ মঙ্গলবার নবদ্বীপ থেকে মহাপ্রভুর শ্রীচরণ আনা হয়। এই উপলক্ষ্যে আঙারগড়িয়া মোড় থেকে সকাল দশটা নাগাদ মহাপ্রভুর শ্রীচরণ মাথায় নিয়ে শোভাযাত্রা শুরু হয়। কীর্তনের বেশ কয়েকটি দল শোভাযাত্রায় অংশ নেয়। মহিলা পুরুষ নির্বিশেষে বহু মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। আঙারগড়িয়া মোড় থেকে খড়িয়া রাজ রাজেশ্বর আশ্রম হয়ে এই চরণ আনা হয় খড়িয়া গোষ্ঠতলায়। সেখানে সেই পাদুকা দর্শণের জন্যে নামমঞ্চে স্হাপন করা হয়।সেখানে ভাগবত পাঠ, নাম সংকীর্তন ও ভক্তসেবার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরচন্দ্রপুরের নিত্যানন্দ মহাপ্রভু আশ্রমের মহারাজ শ্রীমান নরোত্তম গুপ্ত। তিনি বলেন,আজ নিত্যানন্দ জন্মস্হানের তত্ত্বাবধানে খড়িয়া গ্রামবাসীদের উদ্যোগে নবদ্বীপ থেকে মহাপ্রভুর শ্রীচরণ আনা হয়েছে। মহাপ্রভু এই খড়ম বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে সন্ন্যাস নিয়েছিলেন।সেই খড়ম এনে সেবাপূজো করা হচ্ছে। এই উপলক্ষে কীর্তন মহোৎসব ও ভক্তসেবার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় কীর্তনীয়া বাপ্পাদিত্য মুখার্জী অনুষ্ঠান পরিবেশন করবেন। এই চরণ আনয়নকে কেন্দ্র করে মানুষের প্রচুর উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *