রাস্তাশ্রী প্রকল্পে মহঃ বাজার ব্লকের ছয়টি পঞ্চায়েতে দুটি করে রাস্তা তৈরী হতে চলেছে

দীপককুমার দাসঃ

মহঃ বাজার ব্লকের ছয়টি অঞ্চলে দুটি করে রাস্তা শুরুর কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। যে যে পঞ্চায়েত এলাকায় এই রাস্তা গুলি হবে সেগুলি হলো ডেউচা, গণপুর, রামপুর, পুরাতনগ্রাম, সেকেড্ডা ও চরিচা। প্রতিটি পঞ্চায়েত এলাকায় দুটি করে রাস্তা তৈরী হবে এবং সেগুলির দৈর্ঘ্য দু কিমি করে হবে। ডেউচা পঞ্চায়েতের আদিবাসীপাড়া শিশু শিক্ষানিকেতন থেকে দেউচা দ্বারকা ব্রীজ পর্যন্ত ও সেহেলাতে ষষ্ঠী কোনার বাড়ি থেকে জেসিকা পর্যন্ত রাস্তা তৈরী হবে। গণপুর পঞ্চায়েত ঘাঘা থেকে ডামড়া পর্যন্ত ও গণপুর হাইরোড থেকে গোপালনগর দুর্গা মন্দির পর্যন্ত রাস্তা তৈরী হবে। রামপুর পঞ্চায়েত এলাকায় চুয়াঁমুলি বাসষ্ট্যান্ড থেকে দেবগ্রাম ও রামপুর ফরেষ্ট থেকে দেবগ্রাম পর্যন্ত রাস্তা তৈরী হবে। এছাড়া টেন্ডার ডাকা হয়েছে পুরাতনগ্রাম পঞ্চায়েতের উসকো গ্রামের দিলীপ সরেণের বাড়ি থেকে আনন্দ সরেণের বাড়ি পর্যন্ত রাস্তার। ঐ পঞ্চায়েতের রাউতারা গ্রামের কুলিয়া নদী থেকে খড়িয়া তেঁতুল পুকুর পর্যন্ত রাস্তাও তৈরী হতে চলেছে। সেকেড্ডা পঞ্চায়েতের দ্বারকাটার নীলার মিঞার ঘর থেকে কাজু আবু বাদশার বাড়ি পর্যন্ত ও সেকেড্ডার রঞ্জন মোড় থেকে সেকেড্ডা হাইস্কুল পর্যন্ত রাস্তা তৈরী হবে রাস্তাশ্রী প্রকল্পে। চরিচা পঞ্চায়েতের আদিবাসীপাড়ার ফুলবাগান থেকে গিরাজপুর পিচের রাস্তা হবে। এছাড়া ঐ পঞ্চায়েতের শিউলিপাহাড়ীর বনপাড়া থেকে রাসপুর পর্যন্ত দু কিমি পর্যন্ত পিচের রাস্তা তৈরী হবে। গত ১৫ মার্চ এই রাস্তাগুলি নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *