শম্ভুনাথ সেনঃ
প্রাথমিক পড়ুয়াদের পড়াশুনা লাটে উঠেছে। শিক্ষকরাও নিয়মিত উপস্থিত না থেকে হাজিরা খাতায় সই করছেন। ক্লাসে ছাত্র-ছাত্রীদের ঠিকমতো ক্লাস হয় না। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ ২৭ মার্চ বীরভূমের ইলামবাজার ব্লকের সাঁকড়গাছা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাসে ঢুকিয়ে তালাবন্ধ করে রাখেন গ্রামবাসীরা। এদিন গ্রামের বহু অভিভাবকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। শিক্ষকরা দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ বিদ্যালয়ে আসেন। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে তালাবন্দি শিক্ষকদের উদ্ধার করেন। উল্লেখ্য, গ্রামের অভিভাবক থেকে পড়ুয়ারা সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ আনলেও শিক্ষকরা এদিন ক্যামেরার সামনে আসতে চাননি। তালা খোলার পর তাদের পিছনে চোর চোর শ্লোগানও দেন অনেকে সেই চিত্রও ধরা পড়ে ক্যামেরায়—-।