নয়াপ্রজন্ম প্রতিবেদন
গত ৯ এপ্রিল নানুর থানার গোপডিহি গ্রামের কাছে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ২ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ১৯ রাউণ্ড গুলি, ৩টি মাস্কেট, ২টি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে একটি মোটরবাইকও। পুলিশ জানায়, ধৃতদের নাম জেরমান সেখ ও সোরহাব খান। জেরমানের বাড়ী স্হানীয় বেনেরা গ্রামে। অন্যজনের বাড়ী গড়পাড়া গ্রামে। পুলিশসূত্রে খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসে, কিছু আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে ওই ২ দুষ্কৃতি গোপডিহি-কাজীপাড়া রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় পুলিশ সেইমতো জাল পাতে। গোপডিহির কাছে বাইক দাঁড় করালে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, আগ্নেয়াস্ত্রগুলি কোথায় কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল তা ধৃতদের জেরা করে জানা হচ্ছে। এ ব্যাপারে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত বলা যায়, কয়েকদিন আগে নানুরের পালিটা মোড় থেকে ২ রাউণ্ড গুলি ও ১টি মাস্কেট সহ এক দুষ্কৃতিকে পুলিশ গ্রেপ্তার করেছে।