সন্তোষ পালঃ
বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রীমৎ স্বামী গোরানন্দ মহারাজের ৯৯ তম জন্মদিবস পালিত হল জয়দেব শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে।এই উপলক্ষে আশ্রমে সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন, হোমযজ্ঞের আয়োজন করা হয়। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় জন্মদিবস পালন।এই প্রবীণ সন্ন্যাসীর চরণ যুগল ধুইয়ে দেন,কপালে চন্দনের ফোঁটা ও পুষ্প-মালা পরিয়ে দেন জয়দেব আশ্রমের মাধবানন্দ মহারাজ। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সদাত্মানন্দ মহারাজও শ্রদ্ধা জানান। এছাড়াও বহু সন্ন্যাসী ও অগণিত ভক্ত আশির্বাদ নেন প্রবীণ সন্ন্যাসীর কাছে। মহারাজ নিজের হাতে কেক কাটেন। পাশাপাশি ভক্তদের সঙ্গে কথাও বলেন। আজ রামনবমীর দিন সকাল থেকেই সাজো সাজো রব দেখা যায় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। সমস্ত ভক্তদের সেবার আয়োজন করা হয় আশ্রমের পক্ষ থেকে ।দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন স্বামী গোরানন্দ মহারাজ খুব অল্প বয়সে ঠাকুর সত্যানন্দদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং রামকৃষ্ণ আশ্রমের সেবায় নিজেকে নিয়োজিত করেন।