শম্ভুনাথ সেনঃ
সারা রাজ্যের সাথে বীরভূমেও ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার প্রোগ্রাম আজ ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। এইবার শিবির থেকে বিধবা পেনশন, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি সেচ যোজনার আওতায় থাকা ক্ষুদ্র সেচ প্রকল্পে আবেদন করা সহ মোট ৩৩ ধরনের পরিষেবা পাওয়া যাবে বলে সরকারি নির্দেশিকায় জানা গেছে। গতকালই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জেলার ১৯টি ব্লকের অন্যতম ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের কোটাসুর হাইস্কুলে এই প্রকল্প আজ সরেজমিনে পরিদর্শন করেন বীরভূম জেলা সমাহার্তা বিধান রায়। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।