সেখ রিয়াজুদ্দিনঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে আজ বুধবার বীরভূমের মুরারই এলাকায় বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে সম্প্রীতির মিছিল ও পথসভা থেকে। মুরারই দু নম্বর ব্লকের পাইকর এলাকায় বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে দলীয় পতাকা সহ একটি সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলটি কাশিমনগর কিষান মান্ডির কাছে সমাপ্ত হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিল থেকে আওয়াজ তোলা হয়, রুখে দাও সম্প্রদায়িকতা, রক্ষা করো সম্প্রীতির অটুট বন্ধন। রক্ষা করো সংবিধানের ধর্মনিরপেক্ষ মহান আদর্শ। স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। নিশ্চিহ্ন করো সীমাহীন দুর্নীতি আর সর্বগ্রাসী স্বৈরাচার, খতম করো লুটের জঙ্গল রাজ, গড়ে তোলো মানুষের পঞ্চায়েত। বিজেপি হটাও দেশ বাঁচাও। তৃণমূল হটাও রাজ্য বাঁচাও। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির আহ্বানে হাজারো লড়াকু মানুষের গর্জনে এলাকা মুখরিত হয়ে ওঠে আজকের মিছিল ও পথসভা থেকে। সংগঠনের পক্ষ থেকে দাবি যে, তৃণমূল, বিজেপি ও আরএসএস প্রত্যক্ষভাবে উগ্র সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে সম্প্রীতি রক্ষা, দেশে বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকারের চরমতম স্বৈরাচারি পদক্ষেপের বিরুদ্ধে জনগনকে জাগ্রত করা। ইত্যাদি দাবি, পদক্ষেপ এবং কর্মসূচিকে সামনে রেখে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের সম্প্রীতির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বলে সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ এক সাক্ষাৎকারে জানান। এছাড়াও এদিনের মিছিল এবং পথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা সহসভাপতি আসিফ ইকবাল এবং সারা ভারত ফরোয়ার্ড ব্লকের পক্ষে রঞ্জিত দে সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।