শম্ভুনাথ সেনঃ
মোবাইল ফোন এখন প্রত্যেকের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু কখনো বা এই মোবাইল চুরি কিংবা হারিয়ে গেলে মালিকের দুশ্চিন্তার সীমা-পরিসীমা থাকে না। কারণ মোবাইলের মাধ্যমে এখন ব্যাংকিং লেনদেন হয়, তেমন গোপন তথ্য, নথিপত্র মোবাইলের মধ্যেই লিপিবদ্ধ থাকে। দীর্ঘদিন আগে চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল পুলিশের তৎপরতায় আজ ১৯ এপ্রিল গ্রাহকরা ফিরে পেলেন। বীরভূমের মুরারই থানার পুলিশ হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল মালিকের হাতে তুলে দিল। হারিয়ে যাওয়া মোবাইলের আবেদনকারীদের নানা তথ্যের ভিত্তিতে এই মোবাইলগুলি উদ্ধার করেছে পুলিশ। মুরারই থানার ওসি প্রদীপ ঘোষ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইলগুলি আজ মালিকদের হাতে ফেরত দিয়েছে। মোবাইল পেয়ে খুশি মোবাইল গ্রাহকরা।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম