বেতন বৃদ্ধির দাবিতে সিউড়ি পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ প্রদর্শন

সেখ রিয়াজুদ্দিনঃ

সিউড়ি পৌরসভা প্রাঙ্গণে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন টি ইউ সি অনুমদিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার। সিউড়ি পৌরসভার অধীনস্থ সাফাই কর্মীরা যৎসামান্য পারিশ্রমিকের ভিত্তিতে সারা বছর তারা পৌরসভা এলাকার ড্রেন, নর্দমা সহ বিভিন্ন স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত। প্রতি বছর ইনক্রিমেন্ট হওয়ার কথা থাকলেও এবছর না হওয়ায় স্বভাবতই সাফাই কর্মীরা ক্ষোভে ফুঁসতে থাকে।আজকে আবার পৌর বোর্ডের মিটিং ছিল,সেই প্রেক্ষিতে সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের পক্ষ সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের দাবি আদায়ের ব্যাপারে সোচ্চার হতে দেখা যায়। বেতন বৃদ্ধির দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুরসভার চেয়ারম্যানকে লিখিত ভাবে তাদের দাবী স্মারকলিপি আকারে পেশ করা হয় বলে সংগঠন সূত্রে খবর। তাদের আরো হুঁশিয়ারি যে, আগামী ৪ তারিখের মধ্যে পৌরসভা কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। জেলা আই এন টি ইউ সি সভাপতি মৃণাল কান্তি বসু জানান বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাফাই কর্মীদের সংসার চালাতে হিমসিম অবস্থা। তাদের বেতন ও এমনকিছু আহামরি নয়। সামান্য বেতনে তারা সারা বছর জুড়ে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। অতএব পৌরসভার চেয়ারম্যান থেকে অন্যান্য কাউন্সিলরদের ও সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সহানুভূতিশীল হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *