সেখ রিয়াজুদ্দিনঃ
তিন মাসের মাথায় বীরভূম জেলা পুলিশ সুপার পদে রদবদল ঘটল মঙ্গলবার । উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি ভাস্কর মুখার্জি বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তিন মাসের মধ্যে বীরভূম পুলিশ সুপারকে সরিয়ে আনা হয় বারাসাত পুলিশ জেলা থেকে রাজনারায়ণ মুখার্জিকে। এদিকে বীরভূম পুলিশ সুপার ভাস্কর মুখার্জীকে থ বারাসাত পুলিশ জেলাতে পুলিশ সুপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে।মাত্র কয়েকমাসের ব্যবধানে ঘনঘন পুলিশ সুপার বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। হাসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ পুলিশ সুপার বদল নিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন যে,মুখ্যমন্ত্রী পুলিশের উপর ভরসা হারিয়ে ফেলেছেন। তার নির্দেশ মতো পুলিশ বাবুরা হাঁটছেন না বলে মনে হয়। তিনি আরো কটাক্ষ করে বলেন জুয়ারীরা যখন হারতে বসে তখন ধূপ জল দেওয়া থেকে শুরু করে যে যেখানে বসে আছে সে সমস্ত ব্যক্তিদেরকে ও সরানোর ব্যবস্থা হয়। ঘটনাটি নিছক কাকতলিয় নয়, এই ঘটনার পিছনে তৃণমূলের পরিস্থিতি যে খারাপ তার প্রমাণ দিচ্ছে।