সেখ রিয়াজুদ্দিনঃ
বেশ কিছু দিন যাবৎ অমর্ত্য সেনকে নিয়ে চলছে টানা হেঁচড়া, বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিষয়ে। অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে এবার একত্রিত হয়ে মাঠে নামলেন বিশিষ্টজনেরা। শান্তিনিকেতনের প্রতীচী বাড়ির সামনে থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাংক পর্যন্ত শুক্রবার প্রতিবাদ সভার ডাক দেয় সামাজিক মর্যাদা রক্ষা সমিতি। নাটক-গানের মধ্য দিয়ে চলে প্রতিবাদ সভা। চিত্র পরিচালক গৌতম হালদারের পরিচালনায় পরিবেশিত হয় নাটক রক্তকরবী। ‘সামাজিক মর্যাদা রক্ষা সমিতি’র আহ্বানে কলকাতা ও বোলপুর শান্তিনিকেতনের লেখক, শিল্পী, অভিনেতা সহ বিভিন্ন স্তরের শিক্ষক, ছাত্র, বিশ্বভারতীর প্রাক্তনী, শান্তিনিকেতনের আশ্রমিক, আদিবাসী ও লোকশিল্পী এবং জনসমাজের প্রায় সকল স্তরের মানুষ নাটক গান কবিতার ভাষায় সুরে এক প্রতিবাদী কর্মসূচিতে সামিল হলেন। এদিন শুরুতেই অধ্যাপক অমর্ত্য সেনের বাসভবন শ্রীপল্লীর ‘প্রতীচী’ গৃহের সামনে মানববন্ধনের পর সুশৃঙ্খল শোভাযাত্রা বের করে শান্তিনিকেতন স্টেট ব্যাংকের সামনে পৌঁছে সেখানে প্রতিবাদী সমাবেশে গৌতম হালদারের নির্দেশনায় রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটক পরিবেশিত হয়। বিশ্বভারতী কর্তৃক অধ্যাপক অমর্ত্য সেনের অসম্মানের প্রতিবাদেই মূলত আজকের কর্মসূচি বলে জানা যায়।