লিভার ফাউন্ডেশন এর উদ্যোগে পড়ালেখা উৎসব

দীপককুমার দাসঃ

শুক্রবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে লিভার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হলো পড়ালেখা উৎসব। এই উপলক্ষ্যে সিউড়ির রবীন্দ্র সদনের প্রবেশ পথ সুন্দর ভাবে সাজানো হয়। ছোটদের আঁকা ছবি দিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, প্রখ্যাত গ্যাসএন্ট্রোলজিষ্ট তথা লিভার ফাউন্ডেশনের কর্ণধার অভিজিৎ চৌধুরী সহ বিশিষ্ট ব্যাক্তিরা। ছোট্ট শিশুদের অনুষ্ঠানের পর অতিথিরা বক্তব্যে পড়ালেখা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর মঞ্চস্থ হয় দেবশঙ্কর হালদার ও ১৫জন শিশু শিল্পী অভিনীত নাটক-চশমে বদ্দুর। নাটকে শোলে সিনেমার আমজাদ খান থেকে রবীন্দ্র নাথ বিভিন্ন চরিত্র উঠে আসে। লিভার ফাউন্ডেশনের সদস্যরা জানান, কোভিডের সময় বাচ্চারা হারিয়েছিল স্কুলে যাবার অভ্যাস। সেই পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকার প্রান্তিক স্তরের শিশুদের জন্য লিভার ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় পড়ালেখা প্রকল্পের। বুনিয়াদি শিক্ষার পুর্ণগঠনে মূল ধারায় পাশাপাশি সহায়ক ব্যবস্থা হিসেবে স্কুলের অঙ্গনকে চার দেওয়ালের বাইরে ছড়িয়ে দেবার লক্ষ্যে এই প্রকল্পের সূচনা হয়। ২০২১-২২সালে বীরভূম, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া জেলায় এই শিশু শিক্ষা কেন্দ্র গুলি খোলা হয়েছিল। স্বনির্ভর দলের ৩৮৬জন মহিলা ৩৬৭১জন শিশুর দ্বায়িত্ব নিয়েছিলো। আর এখন বীরভূম জেলার ৪টি গ্রাম পঞ্চায়েতের ৪৫টি গ্রামের ১৪টি কেন্দ্রে ২০০জন স্বনির্ভর দলের সদস্যার তত্ত্বাবধানে ১৯১৫জন শিশুকে পড়ালেখার জন্য সাহায্য করে চলেছে লিভার ফাউন্ডেশন। পাশাপাশি পুরুলিয়ার দুটি গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামের ১১টি কেন্দ্রে ৩৪৫জন ছাত্র ছাত্রী নিয়ে চলছে পড়ালেখা প্রকল্প। এদিন সিউড়ির রবীন্দ্র সদনে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে পড়ালেখা উৎসবে বহু মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds