নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বীরভূমের দুবরাজপুরে “জেলা যুব উৎসব” অনুষ্ঠিত হচ্ছে আগামী ২১ মে

শম্ভুনাথ সেনঃ

জেলার যুবক-যুবতীদের প্রগতিশীল ভাবনাকে উৎসাহিত করতে এবং তাদের মেধা অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে “বীরভূম জেলা যুব উৎসব – ২০২৩”। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, নেহেরু যুব কেন্দ্র: বীরভূম এর উদ্যোগে একদিনের এই যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে আগামী ২১ মে, রবিবার। দুবরাজপুর মাদৃক সংঘ ক্লাব ও শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ এর ব্যবস্থাপনায় বিদ্যাপীঠের সভামঞ্চে অনুষ্ঠিত হবে বীরভূম জেলা স্তরীয় এই প্রতিযোগিতা মূলক যুব উৎসব। অঙ্কন, ফোটো সুট, স্বরচিত কবিতা লেখা, বক্তৃতা (হিন্দি/ ইংরেজি ভাষায়) এবং লোকনৃত্য (গ্রুপ) এই পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস। অংশগ্রহণকারী প্রতিযোগীদের বয়স ১৫-২৯ বছর এবং অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে বলে এক সরকারি নির্দেশিকা জানানো হয়েছে। বক্তৃতা, স্বরচিত কবিতা লেখা, ফোটো শুট ও অঙ্কন প্রতিযোগিতার থিম (বিষয়বস্তু)-রাখা হয়েছে “পাঁচ প্রাণ”। বক্তৃতা ও গ্রুপ নৃত্য প্রতিযোগিতায় সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।সেইসঙ্গে দেওয়া হবে সরকারি শংসাপত্র। সরকারি উল্লিখিত সুচি অনুযায়ী স্থানাধিকারী প্রতিযোগীরা আগামীদিনে রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *