মেহের সেখঃ
২০২৩ সালের মাধ্যমিকের ফলপ্রকাশ করা হল আজ। মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়ার দেবদত্তা মাঝি। বীরভূমের সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দিরের ছাত্রী সৌমী দে ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম এবং বীরভূম জেলায় প্রথম হয়েছে। লাভপুরের ভালকুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবজিৎ মণ্ডল ৬৮৩ নম্বর পেয়ে রাজ্যে দশম, বীরভূম জেলায় দ্বিতীয় এবং লাভপুরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে তারাশঙ্করের স্মৃতি বিজড়িত জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬২ জন পরীক্ষার্থী। যার মধ্যে দুজন অনুতীর্ণ এবং ৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৬৪১ নম্বর পেয়ে লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে দেবপ্রিয় সাহা। বীরভূমের গর্ব সত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জেলার আর এক ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয় লাভপুর সত্যনারায়ণ শিক্ষা নিকেতন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৭৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ এবং ২৯ জন পরীক্ষার্থী অনুতীর্ণ হয়েছে। ৬৬২ নম্বর পেয়ে দেবলীনা কুণ্ডু লাভপুর সত্যনারায়ণ শিক্ষা নিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে।