সিউড়ীতে বর্ষবরণ অনুষ্ঠান: আয়োজক বিশিষ্ট সংগীত শিক্ষক শান্তব্রত নন্দন ও অনুপম চক্রবর্তী

মহঃ সফিউল আলম

এবারও ১ বৈশাখ সিউড়ী বেণীমাধব ইনস্টিটিউশন অঙ্গনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এটির উদ্যোক্তা, আয়োজক তথা পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী তথা সংগীত বিভাগের শিক্ষক শান্তব্রত নন্দন ও অনুপম চক্রবর্তী৷ তাঁরা প্রতি বছর সিউড়ীতে এমন আয়োজন করে থাকেন৷ এবার এই বর্ষবরণের অনুষ্ঠান ৩০ বছরে পদার্পণ করল৷ অন্যান্য বার সিউড়ী ইরিগেশন কলোনী চত্বরে তা আয়োজিত হলেও এবার বেছে নেওয়া হয় বেণীমাধব স্কুলের সামনের চত্বরটি৷ কথা, কবিতা, গান, সমবেত সংগীত প্রভৃতি পরিবেশিত হয়৷ সিউড়ী সহ জেলার বিভিন্ন প্রান্তের বহু সংস্কৃতিপ্রেমী মানুষ এদিন সেখানে হাজির ছিলেন৷ বড়দের পাশাপাশি ছোটরাও অনুষ্ঠানে অংশ নেয়৷ বিশিষ্টদের মধ্যে অতনু বর্মন, আশীষ কুমার মুখোপাধ্যায়, সন্দীপন রায়, অলকা গাঙ্গুলী, মহুয়া গাঙ্গুলী (গোস্বামী), সৈকত সেনগুপ্ত, সুব্রত নন্দন, পতিত পাবন বৈরাগ্য, তপন দে সরকার, নির্মল হাজরা, তাপস বন্দ্যোপাধ্যায়, মৃণালজিৎ গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন৷ এছাড়া আরও কয়েকজন সংবাদমাধ্যম প্রতিনিধিকেও হাজির থাকতে লক্ষ্য করা যায়৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুব্রত চট্টরাজ ও সুস্মিতা অধিকারী৷ প্রায় ৩০ বছর ধরে নিয়মিত চলে আসা এমন ধারাবাহিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *