সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাসোল ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা আনিসুর রহমানের ১১ তম শহীদ দিবস উপলক্ষে কাঁকরতলা থানার কদমডাঙ্গা পরশপাথর মঞ্চে শহীদ দিবস পালন সহ একগুচ্ছ কর্মসূচি পালিত হয় রবিবার। উল্লেখ্য ২০১২ সালের ২৮ মে আততায়ীর হাতে নিহত হন শিক্ষক তথা তরুণ তুর্কি তৃনমূূল নেতা আনিসুর রহমান। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছরের ন্যায় এবারও ২৮ মে প্রয়াত নেতার স্মরনসভা অনুষ্ঠিত হয়। খয়রাশোল ব্লক তৃণমূূল কংগ্রেসের তরফে প্রয়াত নেতার আবক্ষ মুর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সাথে সাথে তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম সহ সামাজিক কাজের নিদর্শনও তুলে ধরেন উপস্থিত ব্যাক্তিবর্গ। এছাড়াও এদিন মুমুর্ষ রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কদমডাঙ্গা আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। সেখানে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। পাশাপাশি পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ২০ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চে। পরবর্তীতে বাবুইজোড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীসভাও আয়োজিত হয় এদিন অনুষ্ঠান শেষে। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শহীদ আনিসুর রহমানের ভাই তথা খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আব্দুর রহমান, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদিকা অসীমা ধীবর, জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, খয়রাশোল ব্লক তৃণমূূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন, বাবুইজোড় পঞ্চায়েত প্রধান নবদ্বীপ মন্ডল, তৃণমূল নেতা স্বপন সেন, কিশোর মন্ডল, বিকাশ ঘোষ ছাড়াও তৃণমূূল নেতা কর্মী ও সমর্থকেরা।