
মেহের সেখঃ
সাহিত্য অকাদেমির উদ্যোগে কলকাতায় সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ে ২৬ মে, ২০২৩ শুক্রবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত ‘বাংলা সাহিত্যে দলিত চেতনা’ বিষয়ক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। স্বাগত ভাষণ প্রদান করে উক্ত আলোচনা চক্রের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির সচিব ড. কে. শ্রীনিবাসরাও। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট বাংলা লেখিকা কল্যানী ঠাকুর চাঁড়াল। উক্ত অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন ড. মৃণ্ময় প্রামাণিক, মনোরঞ্জন ব্যাপারী, মঞ্জুবালা, অসিত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলের আঞ্চলিক সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ।