সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধ কয়লা পাচার রোধে লোকপুর থানার পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ছয় জন ব্যাক্তি সহ দুটি খালি মোষের গাড়ি, দুটি মোটরসাইকেল, প্রায় দু টন অবৈধভাবে মজুদকৃত কয়লা আটক করে। অবৈধভাবে কয়লা পাচার রোধ করতে জেলা পুলিশ সক্রিয় ভাবে রাস্তায় নামে এবং বিভিন্ন থানা এলাকায় প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। যার প্রেক্ষিতে অবৈধ কয়লা পাচারকারীরা ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল, মোষের গাড়ি ইত্যাদি সহযোগে পুলিশের হাতে ধরাও পড়ছে। অনুরূপ ৩ জুন, শনিবার ভোররাতে লোকপুর থানার পুলিশ স্থানীয় থানার সগরভাঙ্গা জঙ্গলে হানা দিয়ে অবৈধভাবে জমা করা প্রায় দুই টন কয়লা, দুটি খালি মোষের গাড়ি, দুটি মোটরসাইকেল এবং ছয় ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায় ধৃতদের মধ্যে চারজনের বাড়ি লোকপুর থানা এলাকায় বাকি দুই জনের বাড়ি লোকপুর থানার পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের মুড়াবেড়িয়া গ্রামে। শনিবার ধৃতদের দুবরাজপুর আদালতে পাঠানোর ব্যবস্থা হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে বলে পুলিশ সূত্রে খবর।