শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে গত ২৫ মে থেকে ১০ দিনের 50 Bengal Battalion NCC Camp শুরু হয়। আজ ৩ মে নানা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হয়েছে। জেলার ৭ টি কলেজ এবং ১৭ টি হাইস্কুলের ৪১০ জন ছাত্র-ছাত্রী এই আবাসিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। উল্লেখ্য, আগামী ২০২৪ এর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে এইসব ছাত্র-ছাত্রীরা গান সেলুটে অংশ নেবেন। কমান্ডিং অফিসার কর্নেল রোহিত ঠাকুর, প্রশাসনিক আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল ডি.এস চৌহান, সুবেদার মেজর বিশাল ছেত্রী সহ ১৮ জন ইন্ডিয়ান আর্মির সৈনিকরা এইসব ছাত্র-ছাত্রীদের সুচি অনুযায়ী প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণে ছাত্র- ছাত্রীদের ড্রিল, ম্যাপ রিডিং, হাতিয়ার ট্রেনিং সহ বিভিন্ন ক্রিয়াকলাপ শেখানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আজ শেষ দিনে বিদ্যালয় অঙ্গনে ফায়ারিং প্র্যাকটিস সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে দলগত ভাবে কোন স্কুল ভাল parade করেছে, ভাল group leader, ভাল map reading, Drawing, cleaning, বিভিন্ন games & Sports এ best performance নির্ধারিত হয়। স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।